ব্যাংক ম্যানেজারের বাড়িতে জাল টাকার মেশিন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৩ ২০১৮, ১৮:০৮
গাজীপুরের কাপাসিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়ি থেকে জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত বিদেশি দুজন হলেন আফ্রিকার দেশ কঙ্গোর নাগরিক আলপন্স কেডি ও ফাহিসাতু সুলতানা।অপর দুজন হলেন মৈশন উত্তরপাড়া এলাকার কৃষি ব্যাংকের আমরাইদ শাখার ম্যানেজার সোহরাব জাকিরের ভাই আলমগীর হোসেন (৩৭) ও সোহানুর রহমান (২৭)।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার বিকেলে মিয়ার বাজারের কাছে ওই বাড়িতে অভিযান চালানো হয়। বিদেশি দুজনের কাছে পাসপোর্ট পাওয়া যায়নি।
এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার জাল নোট ও প্রায় ২০ লাখ জাল টাকা তৈরির পেপারসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।