ব্যতিক্রমী একক প্রতিবাদ নিয়ে রাস্তায় অধ্যাপক আফেন্দী নুরুল ইসলাম
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২২ ২০২০, ২১:০১

নান্দাইল প্রতিনিধি; ময়মনসিংহের নান্দাইল উপজেলার জৈষ্ঠ্য রাজনীতিবিদ, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আফেন্দী নুরুল ইসলাম এবার শুধু প্রতিবাদ নয়, প্রতিবাদ সহ জনসচেতনতা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী প্রতিবাদ নিয়ে মাঠে নেমেছেন।
অন্যান্য বারের ন্যায় এবারো বুধবার (২২ শে এপ্রিল) পায়ে হেটে বাঁশের ছাটার উপর আটকানো লিফলেট নিয়ে একক প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নান্দাইল উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় পদচারণা করেন। সমাজে ঘটে যাওয়া অন্যায়-অবিচারের বিরুদ্ধে একশতকেরও বেশী একক প্রতিবাদ করে আসছেন ৮০ উর্ধ্ব এই ব্যাক্তি।
প্রতিবাদকারী অধ্যাপক আফেন্দী নুরুল ইসলাম বিকালে নান্দাইল প্রেসক্লাবের সামনে আসলে প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা উনাকে স্বাগতম জানান।
পাশাপাশি করোনার বিষয়ে সচেতনতা ও দেশের এই ক্রান্তিকালে অসহায় দুঃস্থ মানুষের ত্রাণ সামগ্রী চুরি করা ব্যাক্তিদের প্রতি তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর সাথে একমত পোষণ করেন সাংবাদিকবৃন্দ।
উক্ত লিফলেটে তিনি উল্লেখ করেন (হুবহু): প্রিয় দেশবাসী, অটো রিক্সায় চড়ে নান্দাইলেও এবার এসে গেছে করোনা। দুজন আক্রান্ত। চলুন প্রয়োজনে এবার আমরা অতীতের মতো পায়ে হেটে চলি। অটো রিক্সা/সিএনজি ইত্যাদি যাত্রীবাহী গাড়ি সারা দেশে করোনা ভাইরাস ছড়াচ্ছে। করোনা মোকাবিলা যুদ্ধ চলছে। ধরি মাছ না ছুঁই পানি অবস্থায়। অটো রিক্সা চালক / সিএনজি চালকদের কি খাদ্য বস্তু দেয়া হচ্ছেনা ? নাকি চাল চোরেরা সব নিয়ে যাচ্ছে ? ওদের তরণ শাস্তি দিলে চলবেনা। ওদের চরম শাস্তি দেয়া হোক । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।