ব্যক্তি উদ্যোগে নান্দাইলে ৩৬ কি.মি. রাস্তায় কিটনাশক ছিটালেন
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ১৯:১৬

নান্দাইল প্রতিনিধি; সম্প্রতি বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমন রোধে বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভুইয়া ব্যাক্তি উদ্দ্যোগে রাস্তায় জীবাণূনাশক পানি ছিটালেন। রোববার নান্দাইল চৌরাস্তা গোলচত্বরে ট্রাকযোগে জীবাণূনাশক পানি নিয়ে উপজেলার প্রায় ৩৬ কি:মি: রাস্তায় এই জীবাণুনাশক ছিটানোর শুভ উদ্বোধন করেন। তিনি জানান, নান্দাইল উপজেলার মধ্য দিয়ে অতিবাহিত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জামতলা বাজার টু কানারামপুর বাজার এর শেষ সীমানা পর্যন্ত, নান্দাইল টু তাড়াইল আঞ্চলিক সড়কের বড়াইল বাজার টু নান্দাইল চৌরাস্তা ভায়া আঠারোবাড়ী সড়কের ফুলবাড়ীয়া পর্যন্ত এবং নান্দাইল সদর সিনেমা হল রোড হতে চামারুল্লাহ বাজার পর্যন্ত রাস্তায় এই জীবাণুনাশক পানি ছিটানো হবে। এছাড়া তিনি আরও বলেন, আল্লাহ পাক এই মহামারী থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। তবে আমরা সম্মিলিত ভাবে করোনা ভাইরাসের সংক্রমনরোধে সচেতনতা গড়ে তুলতে হবে। সে জন্য সকলকে নিয়মিত হাত ধোয়া সহ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং জরুরী প্রয়োজনে প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিতে হবে।