বোমা হেলালের ধ্বংস লীলা: হুমকির মুখে বসতবাড়ি ও সরকারি রাস্তা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২০ ২০২০, ০০:৩৩

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামের আলোচিত মাটি খেকো প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগ নেতা (তথ্য গবেষনা সম্পাদক)হেলালের ধ্বংস লীলায় হুমকির মূখে লংপুর গ্রামের সরকারি রাস্তা ও এখানকার কয়েকটি বসত বাড়ি।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা লংপুর গ্রামের বাসিন্দা মাটি খেকো বোমা হেলালের নেতৃত্বে দীর্ঘদিন থেকে নদীর পাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই মাটি উত্তোলনে বাধা দেওয়ায় তার বাহিনীর লোকজনের হামলার শিকার হয়েছেন এলাকার নিরীহ লোকজন।

গত ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন মাওলানা মুজিবুর রহমান। সেই অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল মাটি উত্তোলন করা বন্ধ করে দেন। কিন্তু বিশ্বজিৎ পালের বদলির পর ফের মাটি উত্তোলন শুরু করে বোমা হেলাল।

এরপর ক্ষতিগ্রস্থরা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি উত্তোলনের বিষয়টি অবগত করেন। পরে নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খননকৃত নদীর তীর ভরাট করার জন্য হেলালকে আদেশ প্রদান করেন। বালু খেকো বোমা হেলাল কোন কিছুর তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে তার ধ্বংস লীলা। তাদের অবৈধ মাটি উত্তোলনের গর্তটি ভরাট না হলে বন্যার পানিতে ভেসে যাবে ওই এলাকার বসত বাড়ি সহ ভেঙ্গে যাবে গ্রামের যোগাযোগ রক্ষার একমাত্র সরকারি রাস্তা । এতে স্কুল, মাদ্রাসা ও মক্তবে পড়ুয়া ছাত্ররা মারাত্মক ঝুকি নিয়ে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে।

স্থানীয়রা এই অবৈধ মাটি উত্তোলনে বাধা দিলে বিভিন্ন হামলা মামলায় পড়তে হয়। বিধায় তার ভয়ে এলাকার লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না। স্থানীয়রা হেলালের অবৈধ মাটি উত্তোলন বন্ধ এবং এই বৃহৎ গর্ত ভরাট করে জনস্বার্থ রক্ষায় প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছেন।