বোখারীর ব্যাখ্যাকার তালেবানের শীর্ষনেতা!

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২১ ২০২১, ১৯:৫৩

ডেস্ক রিপোর্ট:

তালেবানের রাজনৈতিক ব্যুরোর শীর্ষনেতা মৌলভী শাহাবুদ্দিন দিলওয়ার ইসলামি ইমারার বিগত মেয়াদে বিচারপতি এবং ইসলামাবাদ ও সৌদি আরবে রাষ্ট্রদূত ছিলেন।

এছাড়া তিনি আরবি, ইংরেজি, দারী ও পশতু ভাষায় পারদর্শী।

রাষ্ট্র, রাজনীতি, সমর ও বিশ্বব্যাপী কূটনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাঁর ইলমি খিদমাতও অবিস্মরণীয়। চার খণ্ডে লিখেছেন সাহি বোখারির শরাহ ‘শিহাবুল বারি’।

এই তথ্যগুলো নেওয়া হয়েছে সাংবাদিক নোমান বিন আরমানের সাম্প্রতিক লেখা থেকে। তিনি বিভিন্ন গণমাধ্যম ও টুইটার থেকে এসব তথ্য সংগ্রহ করে বাংলা ভাষাভাষীদের জন্য নিয়মিত উপস্থাপন করে থাকেন।

তিনি তাঁর পোস্টে লিখেছেন, আল্লাহ যাঁদের দিয়ে কাজ নেওয়াতে চান, তাঁদের ইলম, আমাল ও আওকাতে অফুরান বারাকাহ দান করেন।