বৈষম্যহীন সমাজ গঠনে রাসুল সা. আদর্শের বিকল্প নেই: মুফতি নাসির উদ্দীন খান
একুশে জার্নাল
অক্টোবর ৩১ ২০২৪, ২১:২০

বড়লেখায় ছাত্র জমিয়তের সিরাত কনফারেন্স ও নাশিদ সন্ধা অনুষ্ঠিত
বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি মাওলানা হাসান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দীন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শোষণ জুলুম নির্যাতন নিপিড়ন করে আলেম উলামাদের দমিয়ে রাখা যায়নি। বৈষম্যহীন সমাজ গঠনে উলামায়ে কেরামদের নেতৃত্বে রাসুল সা. আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই
উপজেলা ছাত্র জমিয়তে সাধারণ সম্পাদক হাফিজ ফাহিম আহমদ ও সহ সভাপতি মাওলানা সাব্বির আহমদের যৌথ উপস্থাপনায় সিরাত কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা রমিজ উদ্দিন, সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মাওলানা ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মখলিসুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা নাসিম উদ্দিন, জেলা সভাপতি মাওলানা আল আমীন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরহাদ আহমদ, জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মুফতি মাওলানা জামীল কাসিমী কাঞ্চনপুরী, উপজেলা জমিয়তে সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন শাহ আলম, জমিয়ত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, খেলাফত মজলিসের নেতা সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে নন্দিত সঙ্গিত শিল্পীদের উপস্থাপনায় মনোজ্ঞ নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।