বৈশাখী শাড়িতে আল্লাহর নাম : ডিজাইনার, কোম্পানির শাস্তি দাবী

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১২ ২০১৮, ১৪:৪৭

একুশে জার্নাল ডেস্ক:
বৈশাখী উৎসব উপলক্ষে ছাপানো শাড়িতে আল্লাহর নাম বসানোর অভিযোগ উঠেছে বাংলাদেশের কোম্পানী ‘বিবিয়ানা’ ও সেটার ব্রান্ড ‘দেশীদশ’এর বিরুদ্ধে। এ নিয়ে অনলাইন অফলাইনে শুরু হয়েছে তুমুল প্রতিবাদ ঝড়।

‘বিবিয়ানা’ ও ‘দেশীদশ’ এর শাড়ীতে আল্লাহর নাম থাকায় ক্ষোভে ফেটে পড়েছে ধর্মপ্রিয় মুসলমানরা


জানা যায় বিবিয়ানার শো’রুম গুলোতে কাস্টমার বৈশাখী শাড়ি কিনতে গিয়ে দেখেন শাড়ির নিচের আচলজুড়ে স্পষ্ট করে আরবী ‘আল্লাহ’ শব্দকে মাঝখানে বসিয়ে ডিজাইন করা হয়েছে। এতে তাৎক্ষণিক ক্রেতারা প্রতিবাদ করেন। তারপরই শো’রুমের শাড়ি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। সারা দেশে শুরু হয় প্রতিবাদের ঝড়। ধর্মপ্রাণ মুসলমানরা শাড়ির ডিজাইনার আর বিবিয়ানা প্রতিষ্ঠানের ধর্মানুভূতিতে আঘাত আনার অপরাধে বিচার দাবী করেছন।
প্রতিবাদের মুখে যদিও সিলেটের একটি শো’রুমের শাড়ি সরানো হয়েছে, তবে দেশে বাকী শো’রুমগুলোতে অভিযুক্ত শাড়ি এখনো শুভা পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।