বৈঠকে মাদ্রাসা খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে ভর্তি নেয়া যাবে
একুশে জার্নাল
মে ২৯ ২০২০, ১৫:০১

সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম: কওমি মাদরাসাসমূহ কবে খোলা হতে পারে এ বিষয়ে ‘বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড’সমূহের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে ‘স্বরাষ্ট্রমন্ত্রী’র আজ শুক্রবার, বেলা ১১ টায় যে মিটিং হওয়ার কথা ছিল তা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিংয়ে মাদ্রাসাসমূহ খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
আজ দুপুরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে শিক্ষামন্ত্রণালয় ও অন্যান্যদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে এখন কওমি মাদরাসা সমূহের ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।