বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক বৃটেন সফরে এসে পৌঁছেছেন
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০২২, ২১:০২
বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম,বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক ( হাফিজাহুল্লাহ) তিন সপ্তাহের সংক্ষিপ্ত সফরে বৃটেনে এসে পৌঁছেছেন।
আজ ২৭ মার্চ রবিবার সকাল ১০টায় বার্মিংহাম বিমানবন্দরে এসে পৌঁছলে জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হকের নেতৃত্বে বৃটেনের শীর্ষ আলেম উলামারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর চেয়ারম্যান বিশিষ্ট আলেম মাওলানা গোলাম কিবরিয়া,শাহবাগ জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা শাহ নূর মিয়া, মুফতি ছালেহ আহমদ, মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মুহাদ্দিস মুফতি নূরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ শামীম, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ আল আমিন প্রমুখ।
বৃটেনে অবস্থান কালে তিনি বিভিন্ন শহরে আয়োজিত উলামা সমাবেশ, মতবিনিময় সভা,বয়ান ও দোয়া মাহফিল সহ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন।