বেফাক-এর কেন্দ্রীয় পরীক্ষায় দারুল-কুরআন মাদরাসার অভাবনীয় সাফল্য

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০২ ২০১৮, ২২:১৫

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড “বেফাকুল মাদারিসিল কওমিয়া”র কেন্দ্রীয় পরীক্ষায় হাটহাজারী থানার অন্তর্গত জানআলী চৌধুরী দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। বেফাক-এর কেন্দ্রীয় পরীক্ষায় উক্ত মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে এবং মুহাম্মদ শাহেদুল ইসলাম, মুহাম্মদ সাব্বির আহমদ ও মুহাম্মদ রিফাত হোসাইন মুমতাজ (এ+) পেয়েছে।


গত (১অক্টোবর) সোমবার, হাটহাজারী মাদরাসায় বেফাকুল মাদারিসিল কওমিয়া আয়োজিত পুরস্কার বিতরণী সভায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি সাহেবের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করে।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী সাহেব মাদরাসার এমন সাফল্যে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের শুকরিয়া জ্ঞাপন করেন। বিশেষত হেফজ-বিভাগের প্রধান হাফেজ মাওলানা আলাউদ্দীনের ভূয়সী প্রশংসা করেন।