বেফাক অফিস থেকে পালিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক আবূ ইউসুফ
একুশে জার্নাল
জুলাই ১৩ ২০২০, ০০:৩৭
একুশে জার্নাল ডেস্ক : রাতের আঁধরে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিস থেকে পালিয়েছেন অভিযুক্ত মাওলানা আবু ইউসুফ।
উসামা মোহাম্মদ নামের ফেসবুক আইডি সুত্রে জানা যায়, আজ (১২ জুলাই) রাত ১০:৩০ এর দিকে বেফাক অফিস থেকে নিজের ব্যাক্তিগত সামানাদি নিয়ে পালিয়ে গেছেন আবূ ইউসুফ। এর আগে তিনি তার পিয়নকে দিয়ে দুই গাট্টি বই পুস্তক ও কাপড়ের ব্যাগ বাহিরে ট্রান্সফার করেন। পথিমধ্যে মহাপরিচালক অধ্যাপক যুবায়ের আহমাদ চৌধুরী তাকে দেখে ফেলায় তিনি তাঁর পিএস দিয়ে আটকে দেন এবং ব্যাগ ও গাট্টি চেক করেন। বেফাকের সীলযুক্ত দু’টি বই পেয়ে তা রেখে বাকীগুলো ছেড়ে দেন।
জানা যায়, তিনি বিগত ৩/৪ মাস যাবত বেফাক অফিসেই রাত যাপন করতেন।
উল্লেখ্য, আজ সকালে মহাপরিচালকের কাছে ছুটি চেয়ে দরখাস্ত দিয়েছিলেন আবূ ইউসুফ। কিন্তু তিনি তা মঞ্জুর করেননি।
গত কয়েকদিন ধরেই বেফাকের কিছু কর্মকর্তার অডিও ফোনালাপ প্রকাশ হওয়ায় কওমি অঙ্গনে তোলপাড় চলছে।