বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৩.৮৮
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ৩০ ২০২২, ১৭:২১
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া” বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর তিনটার দিকে এ ফল প্রকাশ করা হয়।
বেফাক সূত্রে জানা যায়, বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।
বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।