বেফাকের সহ-সভাপতি পদে চূড়ান্ত অনুমোদন পীরসাহেব চরমোনাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১০ ২০১৯, ০৯:২২

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ বেফাকের শুরা বৈঠকে তার সহ-সভাপতির পদ লাভের বিষয়টি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

আজকের বৈঠকে উপস্থিত বেফাকের সহ-সভাপতি ও জামিয়া গহরপুরের মোহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু ইসলাম টাইমসকে এই তথ্য জানিয়েছেন

বেফাকের অন্তর্ভূ্ক্ত ‘বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান হিসেবে গঠনতান্ত্রিক নিয়মেই তিনি এই পদ লাভ করেছেন বলে মন্তব্য করেছেন বেফাকের একাধিক দায়িত্বশীল।

উল্লেখ্য, গত বছর বেফাকের কাউন্সিল শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বেফাকের সহ-সভাপতি হিসেবে চরমোনাই-এর পীরের নাম প্রস্তাব করা হয়। কিন্তু অভ্যন্তরীণ আপত্তির কারণে তা চূড়ান্ত অনুমোদন লাভে ব্যর্থ হয়। এবারের মজলিসে শুরা তা অনুমোদন করলো।