বেফাকের সহকারী মহাসচিব মুফতী নুরুল আমীন ইন্তিকাল করেছেন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১২ ২০২২, ১১:১০
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব ও জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহাদ্দিস মুফতী নুরুল আমীন ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (১২ নভেম্বর) শনিবার রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেন বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু।
জানা যায়, গত ১০ নভেম্বর ফরিদাবাদ মাদরাসায় ফজরের নামাজের সময় তিনি হার্টঅ্যাটাক করেন। এরপর তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কার্ডিউলজি বিশেষজ্ঞ প্রফেসর মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।