বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ নারী আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০২০, ২০:০৭

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটক- রাবেয়া বেগম রাবি (৪৫) সে পোর্ট থানাধীন গাতীপাড়া তেরঘর সীমান্তের মৃত আঃ মালেকের মেয়ে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০ টার সময় ২১ ব্যাটালিয়ন গাতীপাড়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে পোর্ট থানায় একটি মাদক মামলা হয়েছে। মামলা নং ১৯। এবং আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।