বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সকল পাসপোর্ট যাত্রী পারাপার নিষেধাজ্ঞা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১২ ২০২০, ১৮:৫৭

যশোর জেলা প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলা প্রতিহত করতে বেনাপোল বন্দর দিয়ে সকল পাসপোর্ট যাত্রিদের ভারত ভ্রমন নিষধাঙ্গা জারি হরা হয়। সারাবিশ্বে এই মুহূর্তে করোনাভাইরাস যে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৩৩ জন। এবং আক্রান্ত হয়েছে দেড় লাখের অধিক। ভারতে ইতিমধ্যে মারা গেছেন ত্রিশের অধিক। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার। ভারতীয় সরকার করোনা রুখতে বাংলাদেশের সাথে ভ্রমন করতে চিটির মাধ্যমে নিষেধ করা হয়।

শুক্রবার(১৩ মার্চ) সকাল থেকে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ভারত সরকার সে দেশে করোনা ভাইরাস রুখতে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত বন্ধ করার জন্য সংবাদ পাঠিয়েছেন। তবে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের বিশেষ কোন কাজের জন্য কুটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে যেতে পারবে।