বেনাপোলে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক বহনকারী আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০২০, ২২:২৬

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ করোনা ভাইরাসকে ভয় না করে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিলসহ পুটখালী গ্রামের আলী হোসেন এর ছেলে লিটন(২৫) ও খড়িডাঙ্গা গ্রামের কামাল হোসেন এর ছেলে মিকাইল হোসেন(২০) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করেন।

সোমবার(১৩ ই এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই আলমগীর হোসেন,কনেস্টবল খলিলুর রহমান ও কনেস্টবল চঞ্চলকর্মকর বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা মাঠ থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক বহনকারীকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারকৃত আসামী ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদকসহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।