বেনাপোলে মোটরসাইকেল ও ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার ২
একুশে জার্নাল
এপ্রিল ০২ ২০২০, ২২:২০
জেলা প্রতিনিধি, যশোর: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১১বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ঝাউদিয়া গ্রামের মৃত শহীদ ইসলামের ছেলে মোঃ ইউসুফ আলী(২৩) ও বাদিয়াতুল গ্রামের বাবলুর রহমানের ছেলে সাইদুর রহমান শাওন(২২) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ৷
বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই শাহিন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা কৃষ্ণপুর পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ১১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতার আসামিসহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।