বেনাপোলে গাজী পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ১৪ ২০২০, ২২:৫৪

বেনাপোল ৫ নং ওয়ার্ডের দিঘিরপাড় গ্রামের গাজী পরিবার প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে। সোমবার বেলা ১০ থেকে ১২ পর্যন্ত পৃথক ভাবে তালশারী জামে মসজিদের পাশে পুরাতন পাঠ গোডাউন এর মধ্যে ও গাজিপুর রেসিডেন্সিয়ায়াল স্কুলে এ খাদ্যসামগ্রি বিতরণ করেন।
বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের আজিম উদ্দিন গাজী তার পরিবারের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গাজি বলেন, বিশ্ব জুড়ে করোনা নামক অদৃশ্য ভাইরাসের প্রভাব বাংলাদেশে পড়ায় মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছে। দিন মজুর শ্রমিকরা ইচ্ছে থাকা সত্বেও কাজে যেতে পারছে না। এরা অভাব অনটনে দিন কাটাচ্ছে। যার ফলে আমাদের সামর্থ অনুযায়ী আমরা পরিবারের পক্ষ থেকে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করছি। এরপরও যদি বেশী সমস্যা দেখা যায় তবে আমি আমার পরিবার আবারও এসব মানুষের পাশে থাকব। তিনি বলেন আমাদের যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশনা অনুযায়ী অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলে আওয়ামীলীগ নেতা এনামুল হক মুকুল, মহিদুল ইসলাম, আলী কদর সাগর প্রমুখ।