বেদে সম্প্রদায়ের পাশে পটুয়াখালী জেলা পুলিশ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৮ ২০২০, ১৮:৫৩

মেহেদী হাসান,পটুয়াখালী প্রতিনিধি:
কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের প্রভাবে অনেক জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। তন্মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায় অন্যতম। তাদেরকে মানবিক সহায়তা দেয়ার জন্য অদ্য ১৮ এপ্রিল ২০২০ তারিখ ১৫.০০ ঘটিকায় লোহালিয়া নদীর তীরে অস্থায়ী বেদে পল্লীতে হাজির হন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।
তিনি ১০ কিলোমিটার পথ স্পিডবোটে পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হন। এ সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্য তেল, বিভিন্ন প্রকার মসলা ও দুই প্রকার সাবান।
এ সময় তিনি বলেন টেকসই উন্নয়নের (Sustainable Development) মূল কথা হল “Nobody left behind” কাউকে পিছনে ফেলা নয়। উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসা একান্ত প্রয়োজন। এ সময় একজন বেদে জানান তার ছেলে হাফেজী পড়ছে। এখন তার মাদ্রাসা বন্ধ থাকায় সে এখানে এসে এই বেদে পল্লীর সকলকে নিয়ে নামাজ আদায় করে ও নিজে ইমামতি করে। তৎক্ষণাৎ পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম ওই শিশুটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।