বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১০ ২০২২, ২২:৫৫
ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বিখ্যাত শহর বেথলেহেমে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া জেরিকো ও তুলকারেমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেনারা হুসান শহরের দক্ষিণে এক সন্দেহভাজন ব্যক্তি তাঁদের কাছাকাছি এলে তাঁরা প্রথমে ফাঁকা গুলি ছোড়ে এবং পরে ওই সন্দেহভাজন ব্যক্তির শরীরের নিম্নাংশে গুলি চালায়। গুলিতে ৪০ বছর বয়েসি ওই ধমনি ছিঁড়ে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
এর আগে, ইসরায়েলি সৈন্যরা তেল আবিবে হামলা চালানোর অভিযোগে সন্দেহভাজনদের গ্রেপ্তারে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে নতুন করে অভিযান শুরু করে। সেই অভিযানে শনিবার জেনিনের এক শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন।