বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৩ ২০১৯, ১৭:৫৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। তাঁকে সেখানে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ে দেশটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী চিং গ্যাং এ সময় শেখ হাসিনাকে স্বাগত জানান। একটি ছোট্ট শিশু তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস সেনা দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদর্শন করে।
এরপর সাঁজোয়া মোটরযানের বহর সহযোগে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথিশালা দিয়ায়ুতাইয়ে নেওয়া হয়। বেইজিং সফরকালে সেখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
আজ বিকেলে বেইজিংয়ের লিজান্দেল হোটেলে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
আগামীকাল বৃহস্পতিবার সকালে স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ ও বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে নিহত বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
পরে শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। উপস্থিত থাকবেন গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। সেখনে তিনি প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন।
একই দিন বিকেলে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা।
পরের দিন শুক্রবার সকালে মানব সম্প্রীতি ও জননীতিবিষয়ক চীনা সংগঠন পাঙ্গোয়াল ইনস্টিটিউশন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
পরে রাষ্ট্রীয় অতিথিশালা দিয়ায়ুতাইয়ে শেখ হাসিনা দেশটির বিভিন্ন প্রতিনিধিত্বশীল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে একই দিন বিকেলে দিয়ায়ুতাইয়েতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গবন্ধুকন্যা।
প্রধানমন্ত্রী তাঁর সফর শেষ করে ৬ জুলাই স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে চীনের রাজধানী বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
পাঁচ দিনের সফরে গত সোমবার চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের মাধ্যমে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।