বৃহস্পতিবার থেকে ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৫ ২০২২, ২১:৩৩
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র পৃষ্ঠপোষকতায় মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে ৯ দিনব্যাপী ময়মনসিংহ ইসলামী বইমেলার আয়োজন করেছে সীরাত চর্চা ও গবেষণা কেন্দ্র-সীরাতকেন্দ্র।
আগামী (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার থেকে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে এ বই মেলা শুরু হয়ে (৭ অক্টোবর) শুক্রবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে, ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকেল ৪টা। থাকছে নারী প্রহর : সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সীরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রদান ও নাত সন্ধ্যা হবে, ৬ অক্টোবর, বৃহস্পতিবার, বিকাল ৪টা।
বইমেলার উদ্বোধক হিসেবে থাকবেন, ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল হক, প্রধান অতিথি হিসেবে থাকবেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগরের সভাপতি এহতেশামুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান। মেলার বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেম, লেখক ও গবেষকবৃন্দ।
বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন, ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যাপক মুফতী মুহিব্দুল্লাহ, জেলা নাগরিক আন্দোলন, ময়মনসিংহের সহ-সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত , জামিয়া আরাবিয়া মাখযানুল উলুমের নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মাদ বিন হাফেজ্জী, জনউদ্যোগের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, খানকায়ে হােসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতী মাহবুবুল্লাহ কাসেমী, প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল।
যেসব প্রকাশনায় সমৃদ্ধ বইমেলা মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, মাকতাবাতুল হাসান, বইঘর, আশরাফিয়া বুক হাউস, আন-নূর পাবলিকেশন, আশরাফিয়া বুক ডিপো, আল মাহমুদ প্রকাশনী, চেতনা প্রকাশ, ফাতিহ প্রকাশ, মাকতাবাতুল হিজায, আহবাব পাবলিকেশন, ইসলামিক ফাউন্ডেশন, মদীনা পাবলিকেশন্স, মাসিক মদীনা পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, মাকতাবাতুল আসলাফ, ইসলামিক জোন কুষ্টিয়া, বইপল্লী, আর-রিহাব পাবলিকেশন, হাসানাত পাবলিকেশন, মাকতাবাতুত তাকওয়া, ওয়াফি পাবলিকেশন, পুনরায় প্রকাশন, গ্রন্থালয়, কতকিছু ডট কম, হুদহুদ প্রকাশন, সমকালীন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, মিরর পাবলিকেশন্স, সন্দীপন প্রকাশন, মাকতাবাতুল বায়ান, পথিক প্রকাশন, নবপ্রকাশ, কালান্তর প্রকাশনী, দারুল আরকাম, মুহাম্মাদ পাবলিকেশন, রাহনুমা প্রকাশনী।