বৃষ্টিস্নাত আশ্বাসের আস্বাদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৩ ২০১৯, ১৩:৩১

বৃষ্টিস্নাত আশ্বাসের আস্বাদ

মনোয়ার শামসী সাখাওয়াত

হৃৎকলম অতি অস্থির হয়ে আমার হৃদয়ে টুংটাং শব্দে কলিংবেল বাজাল
এই মাহেন্দ্রক্ষণে কেন ঘুমিয়ে আছি — চুপিচুপি আমার কানে তা শুধাল
নাগরিক ঝুলবারান্দায় বেতসলতায় বানানো কেদারায় শরীর এলিয়ে দিলাম
ঘুমক্লান্ত দুচোখ খুলে নষ্ট নগরটির বিগত যৌবনা গতরের দিকে তাকালাম
সদ্যোস্নাতা নারীর ভেজা সেক্সি ত্বকের মত ওর বৃষ্টিতে ধোয়া গতর দেখলাম
সমস্ত নাগরিক গুনাহ-গোস্তাখি গায়েবি গোসলে সাফ-সুতরো দেখে খুশী হলাম
হৃৎকলমের টানে বিষ-দূষণ থেকে রব কিভাবে রক্ষা করেন তা বুঝে ধন্য হলাম
তিনি এভাবে একদিন সমস্ত গুনাহ-গোস্তাখি মাফ করবেন এই আশ্বাসে আশ্বস্ত হলাম
আমাদের রব ক্ষমাশীল রাহমানুর রাহীম আর আমরা তাঁর অনুরক্ত বান্দা ও গোলাম