বৃষ্টির আশায় খুলনায় দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ এস্তেস্কা’র নামাজ
একুশে জার্নাল
জুলাই ২৮ ২০২২, ১৩:০৮
বৃষ্টির আশায় খুলনায় দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ এস্তেস্কা’র নামাজ
খুলনা প্রতিনিধি: দীর্ঘদিন থেকে প্রচন্ড গরমে অতিষ্ঠ খুলনার দক্ষিণ ডুমুরিয়াবাসী। রহমতের বৃষ্টির আশায় খুলনায় দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ এস্তেস্কা’র নামাজ করা হয়েছে।
উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল আজ সাড়ে ৭ টায় সাজিয়াড়া মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলামের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজ ও দোয়ার পূর্বে জালেমের জুলুম, সমাজে পাপাচার এবং আসমানি আজাব গজবের কারন উল্লেখ করে আলোচনা করেন, শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম, আলহাজ্ব মাও: ইবরাহীম, মাও: আজহারুল ইসলাম, হাফেজ মে: ওয়াহিদুজ্জামান, মুফতি মো: ফয়জুল করীম, মাও: ইলিয়াস হোসাইন প্রমুখ।
নামাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।