বৃটেনের ভবিষ্যৎ রাজার জন্ম: দেশজুড়ে উদাযাপন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৩ ২০১৮, ২২:২০

রানীর বাড়ির সামনে জনতার উল্লাস

একুশে জর্নাল ডেস্ক:
রাজপরিবার উইলিয়াম এবং কেট এর কুলজুড়ে বৃটেনের ভবিষ্যৎ রাজার জন্ম হয়েছে। আজ সোমবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে জন্ম নেন ব্রিটেনের ভবিষ্যত রাজা৷ জন্মের সময় তার ওজন ছিল ৩.৭৫ কেজি৷ লন্ডনের কেন্দ্রের সেন্ট মেরি’স হাসপাতালে জন্ম এই ছেলেসন্তানের৷ তিন দশক আগে তার বাবা উইলিয়াম আর চাচা হ্যারির জন্মও সেখানেই হয়েছিলো।

ব্রিটেনের ভবিষ্যত রাজার এই জন্মকে অভিনন্দনের বন্যায় ভাসিয়েছে গোটা বিশ্ব৷ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী, সবাই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উইলিয়াম এবং কেটকে৷
তবে এবার এবার কেটের গর্ভধারণ থেকে সন্তান জন্ম পর্যন্ত পুরো সময়টা কড়া গোপনীয়তা বজায় রেখেছে রাজপরিবার!

নতুন রাজপুত্র নিয়ে ইউলিয়াম-কেট

গোটা বিশ্ব মিডিয়ার নজর ছিল এই দম্পতির দিকে৷ তাঁদের কি ছেলে হবে নাকি মেয়ে? সন্তানের নাম কি হবে? চুলের রং কেমন হবে? সব নিয়ে জল্পনাকল্পনা চলেছে দীর্ঘ সময় ধরে৷ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বলুন আর চব্বিশ ঘণ্টা লাইভ সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল, এসব জল্পনাকল্পনায় রসদ জুগিয়েছেন অনেকে৷ জুয়ারিরাও সন্তানের লিঙ্গ, নাম নিয়ে অনেক রকমের বাজি ধরেছে৷

গত কয়েকদিন ধরেই সেন্ট মেরি’স হাসপাতালের সামনে অবস্থান নেওয়া সাংবাদিকদের চোখ এড়িয়ে কেট, যিনি এখন ডাচেস অফ কেমব্রিজ নামেও পরিচিত, সোমবার খুব সকালে পৌঁছে যান হাসপাতালে৷ তিনি হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টার বেশি সময় পর তা জানতে পারে গণমাধ্যম৷ আর সন্তান জন্ম দেওয়ার পর চার ঘণ্টা একান্ত সময় কাটিয়েছেন উইলিয়াম, কেট এবং তাঁদের নবাগত সন্তান৷ গণমাধ্যম এই বিষয়টিও টের পায়নি৷

রাণীর বাড়ির সামনে জনতার উল্লাস

রাজ পরিবার তাঁদের প্রথামতো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর, গোটা বিশ্বে চাউর হয়েছে সে খবর৷ এই ঘোষণাও অত্যন্ত সীমিত৷ শুধু জানানো হয়েছে জন্মের সময়,সন্তানের লিঙ্গ আর সন্তান এবং মায়ের সুস্থ থাকার খবর৷ ব্রিটেনের ভবিষ্যত রাজার নাম কি রাখা হবে সেটা ঘোষণায় উল্লেখ করা হয়নি৷

উইলিয়াম-কেট এখন তিন সন্তানের জনক-জননী।
তাদের দুই সন্তান ছেলে জর্জ (৪) এবং মেয়ে চার্লোট (২) এর সাথে যোগ হলো এই নবাগত রাজপুত্র।

বাবার হাত ধরে নতুন ভাইকে দেখতে যাচ্ছে ভাই-বোন জর্জ এবং চার্লোট

রাজপরিরাবের পুত্র সন্তানের খবরে সারা বৃটেনজুড়ে শুরু হয়েছে অন্যরকম আনন্দের জোয়ার। সাধারন নাগরিকরা রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠেছে। জন্মদানের জন্য কেট হাসপাতালে ভর্তি হবার পরপরই সেই হাসপাতালের সামনে অনেকেই ক্যাম্প বসিয়ে নিদ্রা যাপন করেছে খুশির সংবাদ উদাযাপন করার আশায়।

রাজপুত্রের জন্মের খবর উদযাপন করছে রাজ্যের সাধারণ মানুষ


অনেকে ছেলে এবং মেয়ে ডল নিয়ে রাস্তায় আনন্দ উল্লাস করছিলো আগ থেকেই। এ যেনো সত্যি রূপকথার রাজত্ব আর রাজপরিবারের কাহিনী। একমাত্র বৃটেন ছাড়া পৃথিবীর অন্য কোন দেশেই এমন নজির নেই।

একজন রাজপরিবারভক্ত হাসপাতালের সামনে রাস্তায় ক্যাম্প বসিয়ে খুশির সংবাদের আশায়


তিন আঙুল উঁচিয়ে নিজের তিন সন্তানকে তুলে ধরছেন বাবা উইলিয়াম