বৃটেনের বর্ষীয়ান আলেম শায়খ আব্দুল আজিজের ইন্তেকালে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার দু’আ মাহফিল
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১০ ২০২০, ২০:১৩
বৃটেনের প্রখ্যাত বর্ষীয়ান আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা , আল্লামা গহরপুরীর অন্যতম মজাজ ও শিষ্য মাওলানা শায়খ আব্দুল আজিজ সাহেবের রূহের মাগফিরাত কামনা করে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার উদ্যোগে তাৎক্ষণিক এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
দু’আ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা ইলিয়াছ আহমদ, শুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, হাফিজ মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আজমুল ইসলাম সেলিম প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেন।