বৃটিশ-বাংলাদেশী বিজনেস অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
একুশে জার্নাল
জুন ২১ ২০১৯, ১৮:০২
লন্ডন প্রতিনিধি:ব্রিটিশ বাংলাদেশী তরুণ ব্যবসায়ীদের উৎসাহিত করতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ বিবিবি অ্যাওয়ার্ডস। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আগামী ১০ অক্টোবর বার্মিংহামে মোট ২১টি ক্যাটাগরিতে এই বিজনেস অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। খুব শীঘ্রই অনলাইন মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এতে ব্যবসায়ী কিংবা তাঁর প্রতিষ্ঠানের পক্ষে দেশ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে মনোনয়ন করতে পারবেন। পরে নিরপেক্ষ বিচারকদের নিয়ে গঠিত প্যানেল অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
দেশ ফাউন্ডেশন ইউকের দশ বছর পূর্তি ও তৃতীয় বিবিবি অ্যাওয়ার্ডসকে সামনে রেখে গত ১৭ জুন ব্রিটিশ পার্লামেন্টের একটি কক্ষে এক প্রেস লঞ্চিংয়ে এ ঘোষণা দেন দেশ ফাউন্ডেশন ইউকে ও ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস এর ফাউন্ডার চেয়ারম্যান মিসবাউর রহমান। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী, কমিউনিটি, সাংবাদিক নেতৃবৃন্দ অংশনেন। অল পার্টি বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান এন মেইন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ও বিবিবি অ্যাওয়ার্ডস এর ম্যানেজিং ডিরেক্টর রঞ্জু মিয়ার উপস্থাপনায় হোস্ট হিসেবে বক্তব্য রাখেন পল স্কালি এমপি।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্রিটিশ এমপিরা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বলেন, ব্রিটেনে ব্যবসা বাণিজ্যসহ প্রায় সকল পেশায় বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশরা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এতে করে ব্রিটেন ও বাংলাদেশ উপকৃত হচ্ছে। তাঁরা বলেন, যেকোনও কাজের স্বীকৃতি ব্যক্তিকে সেই কাজে আরো উৎসাহিত করে। তাঁরা ব্রিটেনে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশী কমিউনিটির নানা উদ্যোগকে স্বাগত জানান। সভায় ব্যবসায়ী কমিউনিটিকে উৎসাহিত করতে দেশ ফাউন্ডেশন ইউকে’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তৃতীয় অ্যাওয়ার্ডস আয়োজনকে সফল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদ্রিয়ান বেইলি এমপি, এলেনা স্মিথ এমপি ও জোনাথান অসার্থ এমপি। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষে বক্তব্য রাখেন কাউন্সিলর দেওয়ান মাহমুদ হক, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পক্ষে ডক্টর ওয়ালী তসর উদ্দিন, শাহগীর বখত ফারুক, বশির আহমেদ, ডক্টর সানাওয়ার চৌধুরী, একাউন্টটেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, দেশ ফাউন্ডেশনের জেবু রহমান, নাজমা বেগম, কামাল আহমেদ, টিপু রহমান, বাহার উদ্দিন, বদররুল আলম, সৈয়দ সাদেক, নাসিম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম বিবিবি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বিবিবি অ্যাওয়ার্ডসকে স্বীকৃতি প্রদান করেন। দেশ ফাউন্ডেশন ইউকে গত দশ বছরে ব্রিটেনের কমিউনিটি, রাজনৈতিক, ব্যাবসায়ীদের অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৫০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডস প্রদান করেছে।