বুয়েট ছাত্র ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৮ ২০১৯, ০৩:০৪

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা তারিক বিন হাবীব ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান এক যৌথ বিবৃতিতে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, বিচারহীনতার কারণে সমাজে নির্মমতা চরম পর্যায়ে পৌঁছেছে। সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত হলও এখন শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। শিক্ষার্থীরা ক্যাম্পাস বা হলে যদি নিরাপদ না থাকে তাহলে কীভাবে তারা জ্ঞান অর্জন করে উন্নতির চরম শিখরে পৌঁছবে। উল্লেখ্য, আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহপাঠীরা বলছেন, গত রাতে আবরারের কক্ষ থেকে কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের দেহ উদ্ধার করা হয়। ঢামেকে দেহ নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভাগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

একুশে জার্নাল/ইএম