বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়িতে ছাত্র মজলিস নেতৃবৃন্দ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৫ ২০১৯, ০০:৩১

একুশে জার্নাল ডেস্ক: বুয়েটে নৃশংসভাবে খুন হওয়া শহীদ আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে উপস্থিত হন ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন।

এসময় তিনি শহীদ পরিবারের সার্বিক খোজখবর নেন এবং বাবা-মা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আবরার ফাহাদের দাদাকে নিয়ে তাঁর কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ দোয়া করেন। এসময় কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি রায়হান আলী সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।