বুধবার সিলেট মহানগর খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৩ ২০২০, ২০:৩৭
খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে দলের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য, সিলেটের ইসলামী আন্দোলনের দীর্ঘ দিনের পরিচিত ব্যক্তিত্ব আলহাজ্জ সৈয়দ আতাউর রহমান (রহ:) এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ৪ নভেম্বর বুধবার বাদ মাগরিব শহরের ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
আজ ৩ নভেম্ববর মঙ্গলবার দুপুরে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় দোয়া মাহফিলের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, মহানগর খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্ঞ্জিনিয়ার শাহজাহন কবীর ডালিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী সভাপতি আজাল হোসাইন কামিল এবং অফিস সম্পাদক লিটন আহমদ জুম্মান প্রমুখ।