বুধবার পদ্মায় ফেরী চলাচল বন্ধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৯ ২০২০, ২২:০৩

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: পদ্মা সেতুর কাজের জন্য যান চলাচল বন্ধধ থাকবে আগামীকাল বুধবার। শিমুলিয়া – কাঠালবাড়ি নৌ- চ্যানেলের মাঝ বরাবর স্প্যান বসানো হবে বলেই সব জলযান বন্ধ থাকবে থাকবে বলে জানা গেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা পুলিশ অফিস।

সূত্রে জানা যায়, আগামী বুধবার (১০জুন) শিমুলিয়া – কাঠালবাড়ি নৌ- চ্যানেলের মাঝ বরাবর সেতুর ৩১ তম স্প্যান বসানো হবে তাই ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনের যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

তাদেরকে বিকল্প রুট (ভাঙ্গা – পাটুরিয়া – ঢাকা) মহাসড়কে চলাচল করতে বলা হয়েছে।