বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে উদ্ধার তৎপরতায় কওমি আলেম ইমরান
একুশে জার্নাল
জুন ৩০ ২০২০, ১২:২১
ইলিয়াস সারোয়ার: বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন শিবচর কওমী ছাত্র পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি কে.এম. ইমরান হুসাইন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর তত্ত্বাবধানে এই উদ্ধার তৎপরতায় তিনি অংশগ্রহণ করেন।
এ বিষয়ে শিবচর কওমী ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আসলে এটাই প্রকৃত দেশপ্রেম। যে দেশপ্রেম বুকের মাঝে লালন করি আমরা। সংকটের সময়ে অসহায়দের পাশে সাধ্যমত দাঁড়ানো। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারাটাই গর্বের।
উল্লেখ্য, সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার পয়েন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ। রাজধানীর বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।