বুক রিভিউ:বাইবার্স দ্যা গ্রেট
একুশে জার্নাল
ডিসেম্বর ০২ ২০২০, ১৯:১৯
সম্প্রতি প্রকাশিত হয়েছে সাহিত্যিক আবু তাহেরের নতুন বই বাইবার্স দ্যা গ্রেট। ঐতিহাসিক পটভূমিতে লেখা এটি লেখকের তৃতীয় বই। শাজারাতুদ দূর নামে প্রথম বইটিও ছিল ঐতিহাসিক উপন্যাস। ইতিহাস নির্ভর বইগুলো লেখকের মৌলিক লেখা। আলোচ্য বইটি আইয়ূবী সালতানাতের পরবর্তী সময়ের উপর লেখা। আইয়ূবী সালতানাত তখন নিভে গিয়েছে। চারদিকে তাতারীদের হিংস্র থাবা আর ক্ষতবিক্ষত সারা বিশ্ব। একের পর এক দেশ জয় করে অর্ধ পৃথিবী দখল করে নিয়েছে চেঙ্গিস খানের বংশধরেরা। মাথা তুলে দাঁড়ানোর কেউ নেই এই দুর্ধর্ষ শক্তির বিরুদ্ধে। মুসলিম বিশ্বের শক্তির আধার বাগদাদে তখন খলিফা মুসতাসিম। নেশায় বিভোর আর দুনিয়ার মোহে অন্ধ খলিফা বিঘোরে প্রাণ হারায় তাতারীদের হাতে। ভেঙ্গে পড়ে খেলাফত। কে রুখবে এই শক্তিকে? মিসরের ক্ষমতায় তখন সুলতান কুতুয। তাতারীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে। কিন্তু কতটুকু শক্তি আর সামর্থ রয়েছে তার? তিনি কি পেরেছিলেন তাতারীদের পথ রুখতে নাকি অন্য কেউ? কে সে? যার ভাগ্যে কখনও পরাজয় লেখা ছিল না।
বইটি প্রকাশ করেছে আবরণ প্রকাশন। মূদ্রিত মূল্য রয়েছে ২০০ টাকা। ছাপা বাধাই যথেষ্ট ভালো। লেখক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন। তিনি একজন লিখিয়ে। লিখছেন দু’হাত ভরে। নিয়মিত লিখছেন কয়েকটি জাতীয় পত্রিকার উপসম্পদকীয়। গল্প, কবিতা, প্রবন্ধগুলো ছড়িয়ে আছে বিভিন্ন সাময়িকী, সাপ্তাহিক ও লিটল ম্যাগে। শিশু কিশোরদের জন্য গল্পও লিখেন দারুন। “জঙ্গল বাড়ির রহস্যময় চোখ” নামে তার একটা শিশু কিশোর গল্প সংকলনের বই রয়েছে। লেখালেখির স্বীকৃতি স্বরূপ আবু তাহের লেখকবাড়ি ডট কম থেকে পুরস্কৃত হয়েছেন।
রিভিউ: মাহবুবুর রহমান