বীমার সুফল জনগনের কাছে তুলে ধরতে হবে; ইউএনও দেবাংশু সিংহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০১ ২০২০, ১৯:১৫

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেছেন বাংলাদেশে বীমা এখন অনেক অবহেলিত। যার কারণ হলো বীমার প্রতি মানুষের অনাস্থা রয়েছে। বীমার সুফল গুলো জনগনের সামনে তুলে ধরতে হবে। বীমার অনেক প্রয়োজনীতা রয়েছে, এগুলো সাধারণ মানুষকে বুঝাতে হবে।

রবিবার (১ মার্চ) সকালে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ফারইষ্ট লাইফ ইন্সুরেন্সের খসরুজ্জামান, পপুলার লাইফের ওলিউর রহমান, ন্যাশনাল লাইফের বিধান দাস।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফারইষ্ট লাইফ ইন্সুরেন্সের খসরুজ্জামান। গীতা থেকে পাঠ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

এর আগে জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।