বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৭ ২০১৮, ১৮:২২

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌরশহরের পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জামায়াতের ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। দুইটি নাশকতার মামলায় তিনি পলাতক ছিলেন এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান তাকে আটক করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। নাশকতার দুইটি মামলার অন্যতম আসামী হওয়ায় তাকে এ মামলার বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।