বিয়ানীবাজারে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহ: ও আল্লামা উবায়দুল হক রাহঃ এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ১৯ ২০১৮, ১২:৫৬
বাংলাদেশ খেলাফত মজলিস বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রয়াত আমীরে মজলিস প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহ: ও আল্লামা উবায়দুল হক রাহঃ এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার বিকালে উপজেলা সভাপতি হাফিজ মাওলানা শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দলের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি, সিলেট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন,সাবেক এমপি আল্লামা উবায়দুল হক উজিরপুরী রহ. আজীবন জনসাধারণের সেবা করে গেছেন।খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। সদ্য প্রয়াত প্রিন্সিপাল রহ. আমৃত্যু খেলাফত কায়েমের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
প্রধান আলোচকের বক্তব্য আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেন, প্রিন্সিপাল রহ. ছিলেন আমাদের আধ্যাত্মিক রাহবার,চেতনার বাতিঘর,উম্মাহর দরদী অভিভাবক। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন দ্বীন বিজয়ের সংগ্রামে।আজীবন বাংলার বুকে খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে আন্দোলন করে গেছেন।নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে তাঁর সফল সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, জেলা সহ -সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জয়নুল ইসলাম , ইসলামী ছাত্র মজলিস পশ্চিম জেলার সভাপতি আল মাহমুদ আতিক । পূর্বজেলা সভাপতি আশিকুর রহমান জাকারিয়া , নুমান আহমদ প্রমুখ।