বিশ্ব ইজতেমা ২০২০ থেকে জামাত বের হয়েছে ২৯১৭টি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৩ ২০২০, ০০:২৭

ইলিয়াস সারোয়ার: আলমি শুরার অধীনে পরিচালিত এবারের বিশ্ব ইজতেমা থেকে বিভিন্ন মেয়াদী প্রায় ২৯১৭টি জামাত বের হয়েছে বলে জানা গেছে।

তাশকিলের কামরার সূত্রে তাবলীগের সাথী ডাক্তার মাওলানা মাসীহ উল্লাহ একুশে জার্নাল ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, এ সংখ্যা আরো কিছু বাড়তে পারে।

সূত্র জানায়, ২৯১৭ জামাতের মধ্যে দেশী জামাতের সংখ্যা ২৬৩০। আর বিদেশীদের জামাত বের হয়েছে ১১৬।

দেশি জামাতগুলোর মধ্যে এক বছরের জন্য বের হয়েছে একটি জামাত। বিপরীতে তিন চিল্লা বা ১২০ দিনের জন্য বের হয়েছে ১৯৭ জামাত। এক চিল্লা বা ৪০ দিনের জন্য বের হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক জামাত, যার সংখ্যা ২৬১৬। আর বিভিন্ন মেয়াদী দিনের জামাত বের হয়েছে ১১৬।

অন্যদিকে বিদেশি ১১৬ জামাতের মধ্যে আরবদের ২৬ জামাত,
উর্দুভাষীদের ২৭ জামাত ও ইংরেজি ৬৩টি জামাত বের হয়েছে।

এর বাইরে মা‍স্তূরাত মাহরাম মহিলাসহ জামাত ১২২টি ও অন্যান্য দেশি সাথিদের বিদেশ গমনকারী জামাত ৪৯টি।