বিশ্ব ইজতেমার মাঠে আহত ছাত্রবন্ধুদের পাশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৫ ২০১৮, ১৯:৩৮

গত শনিবার টঙ্গী ইজতেমার মাঠে দুষ্কৃতিকারীদের হামলায় আহত তালিবুল ইলম ভাইদের দেখতে ও তাদের সার্বিক খোঁজ-খবর নিতে, সমবেদনা জানাতে ও সাহস যোগাতে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরার শিক্ষা সচিব মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী (ঢাকা-১৫ আসনে আইএবি মনোনীত হাতপাখার প্রার্থীর)’র নেতৃত্বে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্র ও মহানগর টিম মিরপুরস্থ জামিউল উলুম মাদরাসায় সফর করে।

তারা আহত ছাত্রদের চিকিৎসাব্যয় বাবদ কুড়িহাজার নগদ অর্থ ও ফলমূল নিয়ে মাদরাসা প্রিন্সিপাল শাইখুল হাদীস আবুল বাশার নুমানী’র সাথে সাক্ষাত করেন এবং আসরের পর মাদরাসা ভবনের প্রতিটি তলা ঘুরে ঘুরে আহত ছাত্রদের খোঁজ-খবর করেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এর নেতৃত্বের টিমে আরও ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় যোগাযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম এবং ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি দেলোয়ার হোসেন-সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।