বিশ্বব্যাংকের প্রস্তাবে রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেয়ার ইঙ্গিত
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৯ ২০২১, ১৬:০০
বিশ্বব্যাংক প্রস্তাবিত রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক মেনে নিলে রোহিঙ্গাদেরকে বাংলাদেশেই রেখে দিতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নিকট সম্প্রতি বিশ্ব ব্যাংক তাদের প্রস্তাবিত ‘রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক’টি মতামতের জন্য পাঠিয়েছে।
চিঠিতে বিশ্বব্যাংক উল্লেখ করে- ৩১ জুলাইয়ের মধ্যে কোনও মতামত প্রদান করা না হলে সরকার প্রস্তাবটি মেনে নিয়েছে বলে তারা বিবোচনা করবে। বিশ্ব ব্যাংকের এই রিফিউজি পলিসি রোহিঙ্গাসহ অন্যান্য দেশের সব উদ্বাস্তুদের জন্য প্রযোজ্য হবে।
উদ্বাস্তুদের আশ্রিত দেশের অন্তর্ভুক্ত করা বা রেখে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্ব ব্যাংকের প্রস্তাব মেনে নিয়ে ঋণ গ্রহণ করলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বদলে তাদেরকে বাংলাদেশে একেবারে রেখে দিতে হতে পারে বলে আশঙ্কা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্বাস্তু সংক্রান্ত কোনও ঋণসুবিধা বিশ্ব ব্যাংকের কাছ থেকে না নেয়ার লিখিত মতামত পাঠানোর ব্যাপারটির পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে বৈঠক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চাইলে নেতিবাচক সিদ্ধান্ত নেয়ার পক্ষে অবস্থান করে মন্ত্রণালয়।
বিশ্বব্যাংক প্রদত্ত ফ্রেমওয়ার্কের তিনটি উদ্দেশ্য হচ্ছে‑ ১. উদ্বাস্তুদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা ২. উদ্বাস্তুদের অবস্থানরত দেশের অন্তর্ভুক্ত করে নেয়া অথবা তাদের ফেরত পাঠানো ৩. দেশের সক্ষমতা বৃদ্ধি করা, যার মাধ্যমে নতুন উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার ক্ষমতা অর্জন করা।