বিশ্বনাথ সরকারি কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৪:২০
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিশ্বনাথ সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে শুরু হওয়া মিলাদ ও দোয়া মাহফিলে মো. রোকনুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভূগোল বিভাগের অধ্যাপক মো. গোলাম মোস্তফা।
বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মো. নিজাম উদ্দীন (মুহাদ্দিস, জামেয়া মোহাম্মদীয়া, বিশ্বনাথ) আলোচক হিসাবে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ মো. শামীম মূসা, অধ্যাপক এনামুল হক, মো. মানিক মিয়া, আব্দুল শহিদ, মো. শাহাদাৎ হোসেন, মো. শরীফউজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক সুহাদউজ্জামান চৌধুরী, শাহ আলম তালুকদার, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সহ কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মিলাদ পরিচালনা ও মাহফিলের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দীন। এসময় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।



