বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে আইডিয়াল পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
জুন ২৩ ২০২০, ১৭:৩৪
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/06/received_557621578480888-720x405.jpeg)
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি;
দুখি মানুষের আশার বাতিঘর” শ্লোগানকে সামনে রেখে ক্ষুধা, নিরক্ষরতা, দারিদ্রতা, কর্মসংস্থান ও মানবসেবার প্রত্যয় নিয়ে গঠিত বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া। জানুয়ারি ২০২০সালের প্রথম তারিখে এক অনাড়ম্বর প্রস্তুতি নিয়ে তার যাত্রা শুরু করে।
অদ্য ২৩জুন (মঙলবার) সকাল ১০ঘটিকায়, সরকারী নির্দেশনা স্বাস্থ্যবিধি রক্ষা করে, বন্ধুয়া খালপার হাজী মখলিছ মিয়ার বাড়িতে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। আহবায়ক আব্দুর রব সরকারের সভাপতিত্বে, সদস্য সচিব মাওলানা সাদিক সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন-২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াসউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অন্যতম সদস্য কবির আহমদ কুব্বার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আখলিছ আলী সরকার ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার হাবিবুল ইসলাম।
এসময় গ্রামের মুরব্বি ও পরিষদের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল আমিন, মন্তাজ আলী, ইন্তাজ আলী, আবুল কালাম, মনোহর আলী, হাজি মখলিছ মিয়া, হফিজ আব্দুন নুর, ইছবর আলী, আকদ্দস আলী, আকরম আলী, মোক্তার মিয়া, গ্রামের ৪টি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান, হাফিজ শাফি উদ্দিন, মাওলানা কামাল আহমদ, হাফিজ সুলতান আহমদ।
দু’বছর মেয়াদি আইডিয়াল সমাজসেবা পরিষদের পূর্ণাঙ্গ কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলদের শপথ (অভিষেক) বাক্য পাঠ করান চেয়ারম্যান গিয়াসউদ্দিন। দয়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি আব্দুর রব সরকার, সহ–সভাপতি ছালেহ আহমদ, সহ–সভাপতি রফিক আহমদ, সহ-সভাপতি মাহদী বিন আহাদ, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সিরাজী, সহ–সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ জসিম, সহ–সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ–সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ–সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান শুভ, সহ–অর্থ সম্পাদক লিপন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আজাদ আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ আহমদ, সহ–প্রচার সম্পাদক গোলজার আহমদ, অফিস সম্পাদক রহিম আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাউসার আহমদ, নির্বাহী সদস্য নাজিম উদ্দীন, হোসাইন আহমদ বিলাল, আব্দুল বাছিত, রাকিব আলী, হারুন আহমদ, আবুল হাসান, জাকির হোসেন, হাবিবুর রহমান, সাকিব আহমদ, রিয়াজ উদ্দিন, সুজন মিয়া, আল আমিন, মিজানুর রহমান তপু প্রমূখ।