বিশ্বনাথে ময়নাগন্জে ফ্রান্সে মুহাম্মদ সঃ এর ব্যঙ্গচিত্র নির্মানের প্রতিবাদে মানব বন্ধন
একুশে জার্নাল
অক্টোবর ২৭ ২০২০, ১৪:০৪
আনহার বিন সাইদ: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ময়নাগন্জ বাজারে ফ্রান্সে সর্বকালের মহামানব হযরত মুহাম্মদ সঃ এর ব্যঙ্গচিত্র নির্মানের প্রতিবাদে মানব বন্ধন করা হয়েছে।
চককাশিমপুর মাদ্রাসার মোহতামিম মাও:খবির উদ্দীনের সভাপতিত্বে,চককাশিমপুর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি নূর আহমদের পরিচালনায়, দুপুর ২ঘটিকায় ময়নাগন্জ বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাও:আব্দুর রহমান ইমাম ময়নাগন্জ বাজার জামে মসজিদ, মাও:হাসান বিন ফাহিম, শিক্ষক জামেয়া মাদানিয়া বিশ্বনাথ, মাও:আব্দুল হাই আল-হাদী, শিক্ষক হিফজুল কোরআন সিলেট,মাও,হাবিব সালেহ, মাও,মুতিউর রহমান, মোঃনজরুল ইসলাম, মোঃ সেলিম মিয়া, জামিল আহমদ, মোঃএমাদ উদ্দীন খান, মাষ্টার কবির খান, মাও: মোখতার উদ্দীন, শিক্ষক, কাদিপুর মাদ্রাসা বিশ্বনাথ। আরো উপস্থিত ছিলেন মাও:আব্দুস শহিদ, মাও:আতিকুর রহমান, মাও:আনহার মিয়া, মাও:হিফজুর রহমান, মাও:মোস্তাক, মাও:মুতিউর রহমান, মোঃআনহার মিয়া,জাহান মিয়া,রায়হান আলী,মুদাব্বীর আলী,ছাব্বির আহমদ প্রমুখ।