বিশ্বনাথে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
একুশে জার্নাল
অক্টোবর ৩০ ২০২০, ২২:১৬
বিশ্বনাথ প্রতিনিধি:
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১১ ঘঠিকায় বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের অফিসে ক্বাজী মাও,আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে মাও, হাবিবুর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃমোন্তাসির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাও,অলিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাও, ওবায়দুল হক, সহ-সভাপতি মাও, আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃগৌছ উদ্দীন, মোঃশায়েক আহমদ, মোঃইকবাল হোসেন, মাও, লোকমান আহমেদ, মাও,আনহার বিন সাইদ, মোঃএনামুল হক, মাও, লোকমান আহমেদ, মাও, ছাদিকুর রহমান, মোঃনুরুল ইসলাম মোঃআব্দর রহিম মোঃ নুরুল আমীন প্রমুখ।