বিশ্বনাথে এম ইলিয়াস সৈনিকরা সর্বদা সক্রিয়: সেচ্চাসেবক দলের সদস্য ফরম বিতরণ 

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০১ ২০২০, ১১:৩৮

বিশ্বনাথ(সিলেট) থেকে আনহার বিন সাইদ: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের উদ্দোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ ৩১ শে অক্টোবর ২০২০ শনিবার সন্ধায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তথ্য উপাত্ত সদস্য সংগ্রহ ফরম বিতরনী অনুু্ষ্ঠানে প্রধান অথিতি হিসাবে শুভ উদ্ভোধন করেন সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী ও সিলেট জেলা পরিষদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য এম.এল.এ পদপ্রার্থী ময়নুল হক। তিনি তাঁর বক্তব্যে দশঘর ইউপি নির্বাচনে ধানের চাষী বিজয়ী চেয়ারম্যান এমাজ উদ্দীন খানকে অভিনন্দন জ্ঞাপন করেন, ইলিয়াস আলীর সন্ধান কামনা, গাড়ী চালক আনছার আলীকে ফেরত সহ প্রতিহিংসার বানোয়াট গায়বী মামলার বিরুদ্ধে নিন্দা জানান।

বিশ্বনাথ উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন শাখার সভাপতি আশিকুর রহমান রানার সভাপতিত্বে ও সা.সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্যে রাখেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির আহবায়ক মৌলানা আবুল বশর মোহাম্মদ ফারুক। তিনি সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, আমাদের জননেতা এম ইলিয়াস আলীকে দ্রুত ফেরত সহ সকল গুম খুন ধর্ষণের বিচার করে -অপরাধীদের গ্রেফতার করুন, আপনার নড়বড়ে গদি বেশি দিন ঠিকবে না। মামলার ভয়ে জাতীয়তাবাদী সৈনিকরা ভিত নয়। আপনাদের ক্ষমতা চীরস্থায়ী নয়।

সেচ্চাসেবক দলের সি.সহসভাপতি তালুকদার মতুর্জার শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া অনুষ্টানে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন, ওর্য়াড সহ সভাপতি লিয়াকত আলী, ফারুক আহমদ, ওর্য়াড ১নং সভাপতি হারিছ আলী, সা.সম্পাদক লিলু মিয়া,৫ নং সভাপতি নিজাম উদ্দীন, সা.সম্পাদক হারিছ আলী, সাংগঠনিক সোনাই মিয়া, ৯নং সভাপতি ফয়জুল হক, সহ সভাপতি কয়েছ মিয়া,সিজ্জিল আহমদ, ৭ নং সভাপতি আরস আলী, সা.সম্পাদক আবুল লেইছ, ৬ নং সভাপতি আলী আশরাফ আজম, সা.সম্পাদক সাইদুল ইসলাম, ৮ নং সভাপতি গোলাম আকবর, সা.সম্পাদক নাহিয়ান আলম, সদস্য জালাল উদদীন, মোহাম্মদ আলী,ইমন আহমদ, আনহার আলী, ৫ ওর্য়াড সাবেক মেম্বার সুলতান মিয়া, ৬ নং ওর্য়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, মঈন উদ্দীন, আব্দুল আজিজ, তৈমুছ আলী, হেলালুল ইসলাম।

উপজেলা যুবদল নেতা আব্দুল লতিফ, যুবনেতা আবু সৈয়দ, আব্দুল ওয়াহিদ, সেলিম আহমদ,রফিক আল।