বিশ্বনাথের বৈরাগী বাজারে ওয়ার্ড যুবলীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০২০, ২১:০৫

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের উদ্দ্যোগে শুক্রবার বাদ আছর বৈরাগী বাজার বণিক সমিতির কার্যালয়ে ১৫ আগষ্ট উপলক্ষ্যে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন।

শোকসভায় বক্তারা বলেন, ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সাথে জড়িত ছিল কিছু আওয়ামী লীগ নামধারী বেঈমানরা। আজও আওয়ামী লীগে ৭৫ সালের সেই বেঈমান মোস্তাকের উত্তরসূরীরা আছেন।

ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি ছুবার আলী, সাধারণ সম্পাদক বদরুল আলম, বৈরাগী বাজার বনিক সমিতির সভাপতি মনুহর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর, ডাঃ মাহবুব আলম প্রিন্স, প্রবাসী নেতা নুর মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, সোনা মিয়া, আজির মিয়া, উপজেলা যুবলীগের সদস্য রুহেল খান, শাহ আলম খোকন, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, এবিএম শামছুল ইসলাম, শফিকুল ইসলাম, ফারুক মিয়া, রাজন আহমদ, সিলেট জেলা শিশু-কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনসুর আহমদ, রামপাশা ইউনিয়ন শিশু-কিশোর মেলার সাবেক সভাপতি লাইলু মিয়া, শ্রমিক লীগের সাধারন সম্পাদক বিলাল মিয়া, ছাত্রলীগ নেতা আবুল হাসান, কামরুজ্জামান, যুবলীগ নেতা আলমগীর হোসেন, ফুল মিয়া, লাল মিয়া, ৪নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মাসুক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাহার, সাংগঠনিক সম্পাদক রানু মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিক আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলা উদ্দিন, অর্থ সম্পাদক রাফি আহমদ, সদস্য লুতফুর রহমান, আফরু আলী, আব্দুলাহ, হোসেন আহমদ প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্বারী মো: শাহিন আহমদ।