বিশ্বনাথের খাজাঞ্চিতে অদৃশ্য কারণে আটকা ইসলামপুর টু বন্ধুয়া রাস্তার কাজ
একুশে জার্নাল
আগস্ট ১০ ২০২০, ১৮:১৭
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার জনবহুল এলাকা ২নং খাজাঞ্চি ইউনিয়ন। রয়েছে সরকারি, বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও কওমি মাদ্রাসাও। খাজাঞ্চির আলোচিত ও প্রবীণ একটি বেসরকারি মাদ্রাসা (কওমী) জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া। মাদ্রাসাটি অবস্থিত ইউনিয়ন পরিষদ ও রেলস্টেশনের দক্ষিণে ইসলামপুর (কৃষ্ণপুর) গ্রাম নিয়ে।
প্রায় দু হাজার মানুষের বসবাস ইসলামপুর (কৃষ্ণপুর) গ্রামে। ইসলামপুর থেকে বন্ধুয়ার একমাত্র রাস্তা এটি, প্রতিদিন শত শত মানুষের যাওয়া আসার অবলম্বনও। এখানে নেই কোন সরকারি প্রাইমারি স্কুল! তাই এলাকার বেশি সংখ্যক ছেলে-মেয়েরা প্রাথমিক শিক্ষা নিতে যায় মাদ্রাসায় এবং সরকারি শিক্ষার জন্য পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসে সোনা মনিরা। দ্বীনি শিক্ষা গ্রহণ এবং অন্যান্য কাজে মাদ্রাসায়, খাজাঞ্চি বাজারে-যাওয়ার রাস্তা বন্ধুয়া, বড়খুরমা, মুড়াউনার শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারণ পড়তে হয় নিত্যদিন মারাত্মক বিড়ম্বনায়। শুকনো মৌসুমে থাকে রাস্তায় বড়ো বড়ো গর্ত আর বর্ষাকালে পানির তীব্রতায় ভেঙে গিয়ে চলাচলের হয়ে উঠে অনুপযোগী। প্রতি বছর ছোট/বড়ো বন্যা মৌসুম শেষে এলাকার মানুষের নিজস্ব শ্রমে ইসলামপুর (কৃষ্ণপুর) টু বন্ধুয়া রাস্তাটি মেরামত হয়, আবারও পরবর্তি বন্যায় তা বিফলে যায়।
বিগত মহাজোট সরকারের স্থানীয় এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া’র টেবিলে রাস্তার ফাইল গড়াগড়ি করতে করতে, ঐক্যফ্রন্টের বর্তমান এমপি মুকাব্বির খান সাহেব পর্যন্ত পৌঁছেছে। কিন্তু কি অদৃশ্য কারণে ভোগান্তির মরন ফাঁদ এই রাস্তাটি হচ্ছে না, তা নিয়ে উৎকন্ঠা আর নানান প্রশ্ন স্থানীয় এলাকাবাসীর।
এলাকার বাসিন্দা ও ইসলামী ঐক্যজোট সিলেট জেলা যুগ্ম সম্পাদক এনামুল হক মামুন এবং বিশ্বনাথ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটি পৌর শাখার সভাপতি ডাক্তার গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আমরা এই রাস্তাটি মাটি ভরাট ও পাকাকরণ করার জন্য স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য ও এলজি ইডি পর্যন্ত দৌঁড়েছি। সবাই শান্তনার বানি শুনায় এবং কেউ কেউ দু-চার কোদাল মাটি রাস্তায় ফেলে মহা-ভারত জয়ের ঢেকুর তুলেন।