বিশ্বনাথের ইফতেখার আলম মুকুল নরউইচ সিটির কসটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত
একুশে জার্নাল
মে ০৬ ২০১৯, ২০:৫৬
একুশে জার্নাল ডেস্ক:যুক্তরাজ্যের নরউইচ সিটির নিউ কসটি ওয়ার্ডে লেবার পার্টির মনোনয়ন পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের কৃতিসন্তান ইফতেখার আলম মুকুল। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের মরহুম হাজী এখলাছ মিয়ার পুত্র।
ইফতেখার আলম মুকুল দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে যুক্তরাজ্যের নরউইচ সিটিতে বসবাস করে আসছেন। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টী। প্রথমবারের মতো নির্বাচিত কাউন্সিলর মুকুল পেশায় একজন ব্যবসায়ী। তিনি কমিউনিটির সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন।