বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল বাঁশখালী
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৮ ২০২০, ১৮:৩৯
জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ দুপুরে বাঁশখালী উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে।
দুপুর থেকে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্রকম্পিত করে থেকে মিছিরে মিছিল মিয়ার বাজারে সমবেত হয়। পরে সব মিছিল একত্রিত হয়ে হাজার হাজার বিক্ষুব্ধ জনতার এক বিশাল মিছিল মিয়ার বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাঁশখালী মনকিচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর। প্রতিবাদ সমাবেশে মনকিচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক আল্লামা শাহ আবু বকর, বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মসরুর।
বক্তব্য রাখেন জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, চাম্বল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফুজাইল বিন আব্দুল জলিল, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস : মাওলানা আব্দুশ শাকুর সরলী, সরল আনোয়ারুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক: মাওলানা আব্দুল মালেক, সরল আনছারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক: মাওলানা জসিম উদ্দীন মিছবাহ সহ বাঁশখালীর বিভিন্ন মাদরাসার আলেম উলামাগণ বক্তৃতা করেন। পরে আল্লামা শাহ আবু বকরের মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষ হয়। সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানোয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘কোন মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ ঈমান থাকলে সে বিশ্বনবীর অপমানকর এই ইস্যুতে চুপ থাকতে পারে না। আমরা প্রয়োজনে জীবন উৎসর্গ করে হলেও আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করবো। বিশ্বনবীর অবমাননার প্রতিবাদস্বরূপ আমাদেরকে তাদের সকল পণ্য বয়কট করতে হবে’।
সমাবেশ থেকে গতকাল চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে হেফাজত ও চরমোনাই পীরকে উদ্দেশ্য করে বক্তব্য দেয়া হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ‘আপনাদের উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদেশের শান্তিপ্রিয় তৌহিদী জনতা ক্ষেপে গেলে পালানোর পথ খুঁজে পাবেন না।’ সমাবেশ থেকে বাংলাদেশের পক্ষে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে কড়া প্রতিবাদ জানাতে এবং ফ্রান্সের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক চিহ্ন করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।