বিশ্বনবীর অবমাননার প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করতে হবে -দারুল আজহার মডেল মাদরাসা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১১ ২০২০, ০০:৫২

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নামে কাল্পনিক ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ বাদ যোহর ওসমানীনগরের গোয়ালাবাজার দারুল আজহার মডেল মাদ্রাসা উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

মিছিল উত্তর সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবীর অবমাননার প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করতে হবে। ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবীর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে।

বক্তারা বলেন, আমাদের নবীকে আমরা জীবনের চেয়েও বেশি ভালবাসি। সূতারাং এই নবীর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে কাফেররা তামাশা করলে বিশ্বের মুসলমানরা কোনো ক্রমেই এটা বরদাশত করবে না। বক্তারা আরও বলেন, ফ্রান্স এই ঘৃণ্য কাজ বন্ধ না করলে তাদের পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে তাদেরকে দেউলিয়া করে দেয়া হবে।
দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ এর সভাপতিত্বে ও দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগর ক্যাম্পাসের শিক্ষক মাওলানা হিফজুর রহমান এর পরিচালনায় র‍্যালী পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ খালেদ আহমেদ, হাফিজ আব্দুর রহমান, উপস্থিত ছিলেন গোয়ালাবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মিলন সেনেটারীর মালিক জনাব মিলন মিয়া, গোয়ালাবাজার প্লাজার ব্যবসায়ী রাজু আহমেদ, মাদরাসার নাজিম মুফতি রবিউল ইসলাম, এইচ এম আশিকুর রহমান, এইচ এম মিছবাহ উদ্দিন, মাওলানা আব্দুর রশিদ সুয়েব,কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমদ নাজু, উদিয়মান তরুণ বক্তা মাওলানা শিহাব আহমদ, ছাত্র নেতা জনাব আজমল হোসাইন, এছাড়া উপস্থিত ছিলেন দারুল আজহার মডেল মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষক,ছাত্রবৃন্দ ও তাওহীদী জনতা প্রমুখ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ” প্রিয় নবীজির মোহাব্বত ঈমানের আলামত ” তাই ঈমানের দাবীতে নবিজীর মোহাব্বত এ প্রত্যেকে নিজ অবস্থান থেকে ফ্রান্সের এই ন্যক্কারজনক কাজের প্রতিবাদ জানাবো। পরিশেষে করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তির জন্যে বিশেষ দোয়া পরিচালনা করছেন দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগর ক্যাম্পাসের প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ।